Friday, August 3, 2018

গর্জে উঠেছে বাংলা আমার

এত বছর করছেনটা কি  ? 
আমরা করলেই নটাংকি  !
অনেক হৈছে আর হবে না।  
নিয়ম ভাঙার দল, আর পার পাবেনা।  

  
দেখছি অনেক গুরু মহা গরু 
কামের সময় সবাই ভীরু 
দেশটা আমার , দেশটা তোমার 
গর্জে উঠেছে বাংলা আমার।  

এবার হবে বাংলা স্বাধীন 
আর রইবোনা আমরা পরাধীন 
আমরা জেগেছি ,আপনি জাগুন 
সবাই মিলে সোনার বাংলা গড়ুন।

Thursday, August 2, 2018

আমরা তোমাদের নিয়ে গর্বিত | তোমরাই আমাদের আগামীর পথপ্রদর্শক | We want Jus...


আমরা তোমাদের নিয়ে গর্বিত | তোমরাই আমাদের আগামীর পথপ্রদর্শক | যা গত কিছুদিন আগ পর্যন্ত সরকার আর প্রশাসন করতে ব্যর্থ তা তোমরা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ | * তোমাদের প্রতি এই টুকু অনুরোধ সাবধানে চোখ কান খোলা রেখে আন্দোলন চালিয়ে যাও | * কীট পতঙ্গ গলি কিন্তু তোমাদের মাঝে ডোকার চেষ্টা করছে অবিরত | * এরা ঢুকে পড়লে তোমাদের আন্দোলন সব ধূলিস্সাদ হয়ে যাবে | কাউকে ফায়দা লুটতে নেয়া যাবে না | #wewantjustice #নিরাপদসড়কচাই #বাংলাদেশ২০১৮ #bangladesh2018

Wednesday, July 18, 2018

প্রেম আর ব্যবসায় ব্যর্থ হয়ে মানুষ গুম হয় I Bangla News Troll by Bhuiy...

প্রেম আর ব্যবসায় ব্যর্থ হয়ে মানুষ গুম ....এমনটাই মন্তব্য করলেম আমাদের সন্মানিয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয় ।
পরে বিশ্বস্ত সূত্রে জানা যায় দাদিজান তাকে সময় মত পলিয়ো টীকা না দেয়ায় প্রায়ই তিনি এমন প্রলাপ বকেন । তাই দেশ ও জাতি উনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন । l আর ছাত্রলীগের সোহাগ ভাইতো বঙ্গদেশে প্রশ্ন ফাঁসের কথাটাই অস্বীকৃতি জানালেন । উনি আসলে স্নেক ডোজ অভারলোড এ থাকায় সব ভুলে বসে আছেন । স্মৃতি ফিরে আসলেই সঠিক তথ্য তথ্য বাবার মাধ্যমে সবার সামনে নিয়ে আসবেন । *** এই ভিডিও কাউলে সরাসরি এটাক করার জন্যে নয় । ট্রলের মাধ্যমে গণসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে বানানো ।

Saturday, May 12, 2018

বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুফল কি ? Benefits of Bangabandhu Satellite

বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ভাড়া হিসেবে বছরে ব্যয় হচ্ছে ১ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশের টেলিভিশনগুলো এই স্যাটেলাইট ব্যবহার করলে কম খরচে একই সুবিধা পাবে। এবং দেশের টাকা দেশেই থাকবে। বঙ্গবন্ধু স্যটেলাইট চালু হলে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, সেই সঙ্গে অব্যবহৃত অংশ নেপাল, ভুটান ও মিয়ানমারের টেলিভিশনগুলোর কাছে ভাড়া দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। সীমান্ত এলাকায় বা উপকূলে অথবা অন্য প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেয়া সম্ভব নয় সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা যাবে সহজেই।


আমাদের এই ভিডিওটি ছিল সুধু কুইক নলেজ বাড়ানোর জন্যে । আমাদের ভিডিও ভাল লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ।
আমাদের ভিসিট করুন ঃ www.germanbangla.com

Monday, January 15, 2018

Every person is unique, so don’t comparing yourself to others

আমি আর মেয়ে আরিশা খেলছি আর বিভিন্ন বিষয়ে কথা বলছি । হঠাৎ আমি আরিশাকে জিজ্ঞেস করলাম , " মা তুমি কার মত হয়েছো , আমার মতো নাকি তোমার মায়ের মত ? "
আমার মেয়ের উত্তর শুনে আমি পুরাই টাস্কি ।
আরিশা ঃ আমি আরিশার মত হয়েছি ।
এই পুঁচকি মেয়ের কাছে আমি এবং আমরা কি শিখলাম ?
কেউ কারোর মত হয় না । আমরা সবাই সবার মত । শুধু শুধু একজনকে আরেক জনের সাথে তুলনা করা মোটেও উচিৎ নয় । আপনি শুধুই আপনি । Don’t comparing yourself to others. কোন ভনিতা ছাড়া বলি - আমরা আসলে কখনো অন্য কেউ হতে পারবো না । আমরা সবাই আমাদের নিজেদের যায়গাতে ভাল । আমাদের দিনতো শেষ আসুন আমাদের নতুন প্রজন্মকে নিজেকে চিনতে সাহায্য করি।

Thursday, June 22, 2017

কে এই ভূঁইয়াসাব ? সে কি ফেলতে এসেছে জানতে ভিডিওটি দেখুন !

ইহা একটি ভুঁইয়াসাব পরিচিতি ভিডিও | আজাইরা বকবকাইয়া আপনাদের দলে আনা এই আরকি | যেহেতু আমি মার্কেটিং এর লোক ( ইকমার্স /ডিজিটাল মার্কেটিং ) যদি কারো কোন প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব | ধন্যবাদ |

Saturday, May 20, 2017

আমরা আসলে কি ধরনের জিনিষে সোশ্যাল মিডিয়ায় রিএকশন করি?

গত দুইদিন আগে একটা ফেক নিউস শেয়ার দিছিলাম , শেয়ার , লাইক সবই হইল। আসলে আমি বুঝতে চাইছিলাম , আমরা আসলে কি ধরনের জিনিষে সোশ্যাল মিডিয়ায় রিএকশন করি । 
আজকে যা দিব এটা কোন ফেক নিউস না , এরা আমাদের অস্তিত , আমাদের শুরু হওয়ার আবেগ নিয়ে খেলতেছে। এদের নাম নিউস ৭১। এনারা নোংরামির কারখানা । নাম দিছে হাজী বাট এগোরে কি নামে ডাক্মু সেইটা খুইজা পাইতেছি না । এর একটা নমুনা এর আগেও আমি দিছিলাম । দেখি আজকে আপনারা এই জিনিষে কি রিএকশন করেন ! 
এখন আসি কি একশন আমাদের নেয়া উচিৎ :- 
পোষ্টটা রিপোর্ট করেন এবং সাথে সাথে পেইজটাও রিপোর্ট করেন ।
*** ভুলে আবার আমার এই পোষ্টে রিপোর্ট কইরা দিয়েন না লুল ।
কিন্তু রিপোর্টে কতটা কি হবে তা আসলে বোঝা যাচ্ছে না
**** আমার মতে পেইজটা আনলাইক এবং ব্লক অনেক কাজে দিবে ।
তার মানে রিপোর্টতো করবেনই সাথে আনলাইক এবং ব্লক ও মারবেন।
আমি স্ক্রিন সট গুলা দিলাম , রিপোর্ট করার পর ফেইচ বুকের রিপ্লাইটাও দিয়ে দিলাম । আসেন সবাই মিলে এই সব পেইজ গুলা আনলাইক মারি এবং ব্লক মারি ।